Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

লুপ্তপ্রায় খেলা -- ৩৫



  

   
 ( শুরু হল হারিয়ে যাওয়া বা হারিয়ে যেতে বসা বিভিন্ন খেলা নিয়ে ধারাবাহিক লেখা  ) 

             লুপ্তপ্রায় খেলা
                  


                   ( ছবি -- মানব মন্ডল )
  
         ' ব্যাঙ ছুড়ছুড়ি বা জল ঝুপ্পা ' 




পুকুরের জলের উপর এক চমকপ্রদ কায়দায় ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যায়।লাফ দিয়ে যাওয়ার সময় জল ছিটকে ছিটকে সরে যায়। ব্যাঙের ওই ভাবে জলের উপর দিয়ে যাওয়া দাঁড়িয়ে দেখার মতো দৃশ্য। একসময় ব্যাঙের ওইভাবে জলের উপর দিয়ে যাওয়ার আদলে একটি খেলা চালু ছিল।সেই খেলাটিরই প্রচলিত নাম ' ব্যাঙ ছুড়ছুড়ি বা জল ঝুপ্পা।' চর্চার অভাবে ওই খেলাটি হারিয়ে যেতে বসেছে। ১০ / ১২ জন ছেলেমেয়ে একত্রে বা আলাদা আলাদা ভাবে ওই খেলা চলে। খেলাটি মূলত একক ভাবে খেলা হয়।তবে কোথাও কোথাও দলবদ্ধ ভাবেও খেলার প্রচলন রয়েছে। সে ক্ষেত্রে পছন্দসই কোন পদ্ধতির মাধ্যমে প্রথমে দুটি দল গঠন করে নেওয়া হয়।কে বা কোন দল আগে ' দান ' নেবে তা স্থির হয় ' টসের ' মাধ্যমে। খেলার জন্য প্রয়োজন জলজ আগাছা মুক্ত পরিষ্কার পুকুর বা জলাশয়। আর ' খোলামকুচি ' দিয়ে তৈরি বেশ কিছু গোলাকার গুটি।


                                      
                                               ওই খেলার জন্য পুকুর পাড়ে একটি দাগ কাটা হয়। দাগটিকে বলা হয় দান ঘর।নিয়ম হলো,  কিছুটা দুর থেকে ছুটে এসে দানঘরের সামনে দাঁড়িয়ে  ' টসজয়ী ' খেলোয়াড়দের ক্রমান্বয়ে একটি করে গুটি জলের উপর ছুড়ে মারতে হয়।গুটি ছোড়ার সময় খুব সাবধানতা অবলম্বন করেতে হয়। কারণ দাগে পা পড়লেই সেই খেলোয়াড়কে 'মরা' হয়ে ' দানের '  সুযোগ হারতে হয়। অন্যথায়  যার গুটি জলের উপর যতবার লাফাতে লাফাতে যায় সে তত পয়েন্ট পায়। যদি কারও গুটি ওইভাবে লাফ দিতে দিয়ে পুকুরের অন্য পাড়ে পৌঁচ্ছে যেতে পারে তাহলেই সে বোনাস হিসাবে অতিরিক্ত ১০ পয়েন্ট পাওয়ার পাশাপাশি ফের দান লাভের অধিকারী হয়।কিন্তু কারও গুটি যদি একবার লাফানোর আগে অর্থাৎ এক পয়েন্ট সংগ্রহের আগেই জলে ডুবে যায় তাহলে সেই খেলোয়াড়কেও ' মরা ' হয়ে দানের সুযোগ হারতে হয়। ওইভাবে একপক্ষের দান নেওয়া সম্পূর্ণ হলে অন্যপক্ষ ' দান ' পায়। খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী খেলোয়াড় বা দল বিজয়ী ঘোষিত হয়।          

                                       
                                      
                   ---০---    
                       
           
                            (  ছবি --  সংগৃহিত )       
       

                           ' ওপেনটি বায়োস্কোপ ' 




' ওপেনটি বায়োস্কোপ , 
  নাইন টেন টুইস্কোপ 
  সুলতানা বিবিয়ানা 
  সাহেববাবুর বৈঠকখানা 
 যেতে হবে রাজবাড়ি 
 খেতে হবে পানসুপারি  
 আমার নাম জাদুমণি 
 যেতে হবে অনেকখানি ' 



একসময় ছেলেমেয়েদের মুখে মুখে ফিরত এই ধরণের ছড়া । সেই ছড়াটি আজ আর শোনা যায় না বললেই চলে।কারণ যে খেলার সৌজন্যে ছড়াটি বহুল প্রচলিত ছিল সেই খেলাটিই হারিয়ে যেতে বসেছে। খেলাটির নাম ' ওপেনটি বায়োস্কোপ।' ১০ /১২ জন ছেলেমেয়ে একত্রে অথবা আলাদা আলাদা ভাবে ওই খেলা চলে। এই খেলাটি মূলত অন্য কোন খেলার প্রয়োজনে ভিন্ন ভিন্ন দুটি দলগঠনের জন্য সহায়ক খেলা হিসাবে পরিচিত।সে ক্ষেত্রে সব সময় সম সংখ্যক খোলোয়াড় থাকা বাঞ্ছনীয়।তবে কোথাও কোথাও স্বতন্ত্র খেলা হিসাবেও ওই খেলার  পরিচিতি রয়েছে।



                           নিয়মানুযায়ী , আলোচনার মাধ্যমে  সমান উচ্চতা এবং সক্ষমতা বিশিষ্ট দু'জন খেলোয়াড়কে দলপতি নির্বাচন করা হয়।দলপতি দু'জন মুখোমুখি তোরণ বা দরজার মতো হাত উঁচু করে ধরে দাঁড়িয়ে থাকে।বাকিরা পরস্পরের কাঁধ বা কোমর ধরাধরি করে রেলগাড়ির মতো উপরিউক্ত ছড়া আউড়াতে আউরাতে সেই তোরণের ভিতর দিয়ে যাওয়া আসা করে। ওইভাবে ছড়া আউড়াতে আউরাতে যাওয়া আসার সময় যখন শেষ শব্দ অর্থাৎ ' অনেকখানি ' উচ্চারিত হয় তখনই দরজা বন্ধ হয়ে যায়।অর্থাৎ শেষ শব্দটি যে খেলোয়াড় উচ্চারণ করে তাকেই দলপতিরা হাত নামিয়ে আটক করে ফেলে।তারপর আটক করা খেলোয়াড়কে জিজ্ঞেস করা হয় সে কোন দলপতির দল ভুক্ত হতে চায়। আটক খেলোয়াড় তার ইচ্ছার কথা  জানিয়ে বাইরে গিয়ে বসে।


                                                                    
                          তাকে বাদ রেখে একই প্রক্রিয়ায় খেলা শুরু হয়।একই ভাবে একজন খেলোয়াড়কে আটক করা হয় । এক্ষেত্রে অবশ্য তার পছন্দের দলপতির দলভুক্ত হওয়ার সুযোগ থাকে না। প্রথমজন যে দলপতির দলে যোগ দেয় তাকে তার বিপরীত দিকে যোগ দিতে হয়। তৃতীয়জনের ক্ষেত্রে আবার ওই সুযোগ মেলে , কিন্তু চতুর্থজন তা পায় না।ওইভাবে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে দুটি দল গঠন হয়ে গেলেই অন্য কোন খেলার সহায়ক হিসাবে ওই  খেলা শেষ হয়। স্বতন্ত্র খেলার ক্ষেত্রে অবশ্য ওইভাবে আটক খেলোয়াড়রা একে একে তোরণের ভূমিকা পালন করে। শেষ পর্যন্ত যে খেলোয়াড় টিকে থাকে সে বিজয়ী হয়।       
            

( চলবে )


         নজর রাখুন / সঙ্গে থাকুন 



    


                      --------০--------
                                                                                 
                                                                                       

No comments:

Post a Comment